NarayanganjToday

শিরোনাম

শুভ জন্মদিন রাফা


শুভ জন্মদিন রাফা

সোমবার সন্ধ্যার পর ঘরোয়া পরিবেশে বাবা, মা, দাদী, চাচা, ফুপু, চাচীও পরিবারের ভাই-বোনদের সাথে নিজের ৬ষ্ঠ বছরের পর্দাপনের দিনটি কেক কেটে পালন করলো ছোট্ট সোনামনি সাফওয়ানা তানজিম রাফা।

বন্দরের ২০ নং ওয়ার্ডস্থ দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্ধা সি এনএন বাংলা টিভি ও দৈনিক সচেতন পত্রিকার সাংবাদিক এস এম শাহিনের ২য় কন্যা রাফার শুভ জন্মদিন ছিল ৭ অক্টোবর।

রাফার সুন্দর জীবন কামনাসহ আদর্শ নাগরিক হিসাবে গড়ে পারে এর জন্য সকলের দোয়া কামনা করছি।

৮ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে