NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে সাংবাদিক কন্যার ১ম জন্মদিন পালন


রূপগঞ্জে সাংবাদিক কন্যার ১ম জন্মদিন পালন

ব্যতিক্রম অতিথি আপ্যায়নের মধ্যদিয়ে সাংবাদিক কন্যার প্রথম জন্মদিন পালিত হয়েছে। জাতীয় দৈনিক প্রতিনিদের সংবাদ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য আল-আমিন মিন্টুর কন্যা মোসা. আল-মারিয়া মুনতাহা মীম গত ২০১৭ সালের এ দিনে।

এদিকে বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভাস্থ নিজ বাস ভবনে স্থানীয় গন্ধর্বপুর হামিউছুন্নাহ এতিম খানা মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোনআন খতম শেষে বিশেষ মোনাযাত করেন।

পরে এতিম ছাত্রদের নিয়ে সাংবাদিক কন্যার জন্মদিনের কেক কাটেন। এছাড়াও দোয়াতে উপস্থিত ছিলেন, সাংবাদিক আলা-অমিন মিন্টুর মা, ভাই, বোন, ভাগনি, ভাতিজাসহ অনেকেই।

১১ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে