প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৫:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২১, ১১:৩১ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২১, ১১:৩১ এএম
নারায়ণগঞ্জ টুডে
নারায়ণগঞ্জ জেলার ৬ যুবককে ভারতে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ার এক ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশের গোয়েন্দা দল। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৬ যুবক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ বলছে, তাদের যে আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে, সেই আবাসন মালিককে শনাক্ত করেছে পুলিশ। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। তাকেও গ্রেফতার করা হয়েছে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :