প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৬:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২১, ১২:৩৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২১, ১২:৩৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
তৃতীয় ধাপে সোনারগাঁও উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ রোববার ( ২৪ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
নৌকা প্রতীক পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে ‘ নারায়নগঞ্জ টুডেকে’ ইঞ্জিনিয়ার মাসুম বলেন, মানুষ আমাকে ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন বিগত বছরগুলোতে আমি আমার সাধ্যমতো চেয়েছি ইউনিয়নবাসীসহ পুরো সোনারগাঁবাসীর পাশে থাকতে। কতোটুকু পেরেছি তারাই ভালো বলতে পারবে। আমি ছোটবেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আমি আমার দলকে সম্মান করি, ভালোবাসি। আমি জয়ী হলে এই ইউনিয়নকে উন্নত সমৃদ্ধশালী একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
আপনার মতামত লিখুন :