NarayanganjToday

শিরোনাম

সন্ত্রাস-চাঁদাবাজিতে নেই, আমার কাজে মানুষ সন্তুষ্ট : সাদরিল


সন্ত্রাস-চাঁদাবাজিতে নেই, আমার কাজে মানুষ সন্তুষ্ট : সাদরিল

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জি. এম. সাদরিল বলেছেন, বিগত ৫ বছরে আমি যে কাজগুলো করেছি ওয়ার্ডবাসী সন্তুষ্ট। আমি মাদকের বিরুদ্ধে কাজ করেছি। আমার এলাকায় যেসব কাজগুলো অসম্পন্ন রয়েছে সেগুলো সম্পন্ন করেছি। বর্তমানে রাস্তাঘাট করার মতো আমাদের জায়গা নেই। রাস্তার কাজ প্রায় মোটামোটি শেষ। জন্মনিবন্ধন ও নাগরিক সনধ যে বিষয়গুলো রয়েছে মোটামোটি আমার এলঅকার জনগন সন্তুষ্ট। আমি কোন সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তান ও টেন্ডারবাজিতে নাই।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কেমন? এমন একটি প্রশ্নে তিনি বলেন, আমার বাবা একজন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা। সে হিসেবে মানুষের কাছে আমার একটা গ্রহনযোগ্যতা আছে। তরুন প্রজন্মেরা আমাকে পচ্ছন্দ করে। আমার সাথে কাজ করে। জনগন ও তরুনরা ইনশাআল্লাহ  আমার পক্ষে আছে।

জনগনের ভোটে নির্বাচিত হলে এবার একটি মিনি হাসপাতাল, একটি খেলার মাঠ ও বেকার যুবকদের নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন বর্তমান কাউন্সিলর জি. এম. সাদরিল। তিনি বলেন, সর্বপ্রথম আমি নির্বাচনে পাস করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। জনগন আমার প্রতি খুশি ছিলো। আমি কখনো অন্যায় কাজ করি নাই। মোটামোটি জনগন আমার প্রতি সন্তুষ্ট। সুষ্ঠ নির্বাচন হবে আশা করছি। সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। বিগত দিনে আপনাদের যেভাবে সেবা করেছি আগামী দিনেও সেভাবে সেবা করে যাবো।

উপরে