NarayanganjToday

শিরোনাম

‘শামীম ওসমান নারায়ণগঞ্জের নিউক্লিয়াস’


‘শামীম ওসমান নারায়ণগঞ্জের নিউক্লিয়াস’

শামীম ওসমানকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নিউক্লিয়াস বলে দাবি করেছেন যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন সাজনু। আগামী ২৭ আগষ্ট অনুষ্ঠিত হতে যাওয়া শামীম ওসমানের সমাবেশের বিষয়ে যানতে চাইলে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু ‘নারায়ণগঞ্জ টুডেকে’ এ কথা জানান।

তিনি বলেন, ‘২০০৬ সালে একেএম শামীম ওসমান যখন বাংলাদেশে ফিরে আসে। তখন নারায়ণগঞ্জে যেই ঐতিহাসিক জনসভা হয়েছিলো, তার চেয়েও বড় জনসমাবেশ হবে এবার। এবং অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে আগামী ২৭ আগষ্টের জনসভা বিশাল এক মহাসমাবেশে পরিণত হবে। আর কোনো নিদৃষ্ট ব্যক্তির জনসভা নয়, এটা সারা নারায়ণগঞ্জের মানুষের জনসভা।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৭ আগষ্ট নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নিউক্লিয়াস যে জনসভার ডাক দিয়েছেন। সেই জনসভায় যুবলীগের পক্ষ থেকে বিশাল জমায়েত নিয়ে আমরা উপ¯ি’ত হবো। কারন বিগত কিছুদিন ধরে বিএনপি জামাত এবং তাদের দোষরা আমার বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে যে কুটুক্তি করছেন এবং যেই ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে নারায়ণগঞ্জের যুবলীগ বিলাশ জমায়েত নিয়ে উপস্থিত হবো।

উপরে