NarayanganjToday

শিরোনাম

অতীতের সব সমাবেশ থেকে লোক সমাগম বেশি হবে এ সমাবেশে : অ্যাড. মোহসীন


অতীতের সব সমাবেশ থেকে লোক সমাগম বেশি হবে এ সমাবেশে : অ্যাড. মোহসীন

‘ষড়যন্ত্রকারীদের জবাব দিতে এ সমাবেশ’ বলে জানালেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. মোহসীন মিয়া। ২৫ আগষ্ট ‘নারায়ণগঞ্জ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৭ আগষ্ট মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি যারা তাদেরকে আমার নেতা ডেকেছেন। মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি ও যারা কথায় কথায় বলে দেশ শীলঙ্কা হয়ে যাবে তাদের বিরুদ্ধে আমার নেতার এ জনসভা।

তিনি আরও বলেন, অতিতে যতো সমাবেশ হয়েছে এর থেকে বেশি ২৭ আগষ্টে জনসমাগম বেশি হবে। নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ, যারা মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি আসেন এদিন আপনারা যার যার অবস্থান থেকে সমাবেশে আসবেন।

উপরে