NarayanganjToday

শিরোনাম

‘পদ পদবী নয়, নেত্রীর সিদ্ধান্তেই আমরা সন্তুষ্ট’


‘পদ পদবী নয়, নেত্রীর সিদ্ধান্তেই আমরা সন্তুষ্ট’

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম বলেছেন, কোনো পদ পদবীর জন্য আমরা রাজনীতি করিনা। নেত্রী যেই সিদ্ধান্ত দেবেন তাতেই আমরা সন্তুষ্ট। আপাতত আমাদের সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলনটা সফল করাই মূল উদ্দেশ্য। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে ‘নারায়ণগঞ্জ টুডেকে’ ইঞ্জিনিয়ার মাসুম এসব কথা বলেন।

বহুবছর পর সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা অনেক আনন্দিত ও খুশি দাবি করে মাসুম জানান, ‘দীর্ঘ ২৫ বছর পর আমাদের সোনারগাঁ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এতে অনেক আনন্দিত ও খুশি। এর আগে ১৯৯৭ সালে আমাদের আবুল হাসনাত সাহেব একটি সম্মেলন করেছিলেন। এরপর আর হয়নি। এদিকে আগামী ৩ তারিখে আমাদের যেই সম্মেলনটা হবে এখানে আমাদের কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রায় ১২ জন প্রথম সারির নেতা উপস্থিত থাকবেন। তাই আমরা এই সম্মেলনকে ঘিরে ব্যপক প্রস্তুতি হাতে নিয়েছি। আমাদের সোনারগাঁ আওয়ামীলীগের বর্তমান আহবায়ক সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল কায়সার ভাই ও আমিসহ আহবায়ক কমিটিতে যারা আছেন, সকলে মিলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, যাতে করে এই সম্মেলনটা সফল হয়।’

এ সময় আসন্ন সম্মেলনটি একটি ঐতিহাসিক সম্মেলন হবে বলে আশাবাদ ব্যক্ত কওে মাসুম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাহেব আমাদের ডেকেছিলেন। তিনি আমাদের আগামী ৩ তারিখের মধ্যে সোনারগাঁ আওয়ামলীগের সম্মেলনের করার নির্দেশ দিয়েছেন। আমরা এই নির্দেশ পেয়ে খুশি। আশাকরি এটি একটি ঐতিহাসিক সম্মেলন হবে এবং সেদিন বিশ থেকে ত্রিশ হাজার লোকের সমাগম হবে।’  

ইঞ্জিনিয়ার মাসুম আরো বলেন, ‘এই সম্মেলনকে ঘিরে আমি ও আমাদের নেতা কায়সান ভাই কোনো পদ-পদবীর আশা করছিনা। কারণ আমরা আগেও পদের জন্য কখনো রাজনীতি করিনি। আমাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যেই সিদ্ধান্ত দেবেন আমরা তাতেই সন্তুষ্ট থাকবো।’ 

উপরে