প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০১৯, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০১৯, ০৫:৫৮ পিএম
তাসলিমা আক্তার মুক্তি
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০১৯, ০৫:৫৮ পিএম
তাসলিমা আক্তার মুক্তি
যখন অকারণেই তুমি ডাকো
আর হরেকরকমের বায়না ধরো
তখন আমি সঁপে দেই বাসন্তী বিলাস
আমার এক জন্মের বিপ্লবী তারুণ্যের
এক সবুজ ডালা ভরা যৌবনের আনন্দ
নানা ঢংয়ে আঁকিয়ে চিত্তরঞ্জন উগরে দিই
আর তোমার কিছু ধীর ধীর ধূসর বেদনা
আমি সমুদ্র আদরে ছুঁয়ে দিই আঙ্গুলের ডগায়
ক্ষণে ক্ষণে তুমি চমকে ওঠো বিজলি আচমকাই
চমকায় কোনো এক অজানা অকারণে, ক্যামন
বিষাক্ত সাপের মতন করে আমায় পেঁচিয়ে ধরে!
যখন তুমি কঠিন সুরে বলো ‘এবার যাই গো রাধা
একটু পরেই রাত পোহাবে লোকে যে দেখবে’
আমি বেহায়াপন সকল মোহনা এক করে বলি
দেখুক লোকে জানুক তোমায় ভালোবেসে আমি
এক বেহায়া নির্লজ্জ নারী আমি তোমায় ভালোবাসি
আমি বিপ্লবী প্রেমিকা এক যৌবন নয় এমন শত যৌবন
আমার চাই শুধু একটু স্বাধীনতা লয়ে আনন্দে বাঁচতে!
আপনার মতামত লিখুন :