NarayanganjToday

শিরোনাম

যদি আবার দেখা হয়

তাসলিমা আক্তার মুক্তি


যদি আবার দেখা হয়

তোমার বিরহে যদি পোড়ে এই মন
তবে আলিঙ্গন করো অতিথি পাখি জেনে
দীর্ঘ নিঃস্বাস কয়েক ফোটা পড়বে বৈকি
গলা থেকে বুক অবধি হয়তো অতি অস্হিরতায়
সুপ্ত সিংহশক্তি বাসনা তেড়ে আসবে পূর্ণতার লোভে
তবুও আটকে যাবে অবহেলায় দুজনের আটপৌরে সাধ!

তাতে কি'বা যায় আসে যদি আকাশে মেঘ জমে
কিছু বৃষ্টি ঝরবে, ঝরুক না কার্পণ্যতার আহাজারি
নাই করলে এই ক্ষনশ্বর প্রবাহে, বলি কি এই যে
দু'জনে দেখা হলো অনেক বসন্ত পরে কালচে যৌবনের বখে যাওয়া ক্ষনে কত জনমের পরে
আর তো এভাবে কখনো দেখা না-ও হতে পারে!
হয়তো হবে তখন আর চোখে আলো জ্বলবেনা
আগুন জ্বলবেনা শত জনমের নিভে যাওয়া ছাইয়ে
সবুজ আলোয় জ্বলজ্বল করে উঠবে না প্রেম বাসনা।
তাই তুমি আমাকে ছুঁইয়ো কাঁদা জলের মতন করে
আর কখনো কামনার সুর এভাবে নাই বাজতে পারে
তুমি আলিঙ্গন করে আমায় সবুজ প্রেমিক হয়ে নিও
তোমার বিষাক্ত ঠোঁটে আমি পদ্মলক্ষ্মী রচনা করবো
আমি শত বসন্তের যৌবনে তোমায় শুদ্ধ করে নেব!

উপরে