প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৮:৩০ পিএম
সৈয়দা রত্না
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৮:৩০ পিএম
সৈয়দা রত্না
একদিন মেয়ে ভ্রুণেরা পৃথিবীতে আসতে অস্বীকৃতি জানাবে। বিদ্রোহ করবে।
স্রষ্টাকে আরজি দিবে, যাবো না পৃথিবীতে।
স্রষ্টা তাঁর সিদ্ধান্তে অটল হলে বাধ্য হয়ে বলবে , পাঠাও যদি মাংস দিও না গায়ে!
দোহাই বিধাতা তোমার, মেয়ে মাংসে কি ঘ্রাণ আছে?
তবে ঘ্রাণ দিও না! নরম তুলতুলে শরীর দিও না!
শরীরে বাড়তি অবয়ব দিও না!
যোনি দিও না!
একটি বাৎসল্য মন দিও না।
মেয়ে মনে স্নেহ প্রবল আবেগ দিও না।
তাকিয়ে থাকা হৃদয় দিও না।
লাবণ্য দিও না! মেয়ে মেয়ে ভাব দিও না।
মেয়ে জনম খুব মিথ্যা প্রভু।
মেয়ে জনম দিও না।
আর না হয় কোনো পুরুষের ঔরসে জনম দিও না।
নয়তো পুরুষের চোখ ঢেকে দিও কালো চশমায় ,
ওরা যেন দেখতে না পায় নারী দেহ। ওদের দৃষ্টি ছিনিয়ে নাও। অন্তত বদলে তো দাও?
আপনার মতামত লিখুন :