NarayanganjToday

শিরোনাম

তুমি ও আমি, কিংবা আমরা দু‍‍`জন

ফেরদৌস কান্তা


তুমি ও আমি, কিংবা আমরা দু‍‍`জন

আমি :
মাঝেমাঝে আমি
মনের দুয়ার খুলে দাঁড়াই সম্পূর্ণ,
খুলে দিই ঘরের সব জানালাগুলি
আলোর জন্য;
স্যাঁতস্যাঁতে পুরানো গন্ধ
আর স্বপ্নগুলো জেগে যায়
স্মৃতির পাতাগুলা
থেকে থেকে কড়া নাড়ায় ।

অন্তহীন অন্ধকারের শেষ সীমায়
আলোর জাগরণ
হতাশা, গ্লানি সব ভুলে
জীবনে ফেরে মন,
নষ্ট আঁধার পুড়ে,
আমি পুড়ি, পুড়ে অন্তরের ক্ষত
দু'হাত বাড়াতে চাই
ভুলে বঞ্চনা আছে যত ।

তুমি:
মাঝেমাঝে আমি
মনের দুয়ার খুলে দাঁড়াই ,
জানালাগুলি
পূর্ণিমার আলোয় ভরে উঠে ,
অন্তরাত্মার চিলেকোঠায়
ফুলের গন্ধ আর স্বপ্নগুলো জেগে যায়
আমার নন্দিত নরকে
প্রেমের লখিন্দর অহর্নিশ কড়া নাড়ে ।

অফুরন্ত ভালোবাসার
শেষ সীমায় আলোর জাগরণ
কই বুকে এসো বলে ফেরায়,
জীবনে ফেরে মন,
হাতে হাত ধরি, বুকে নাক ঘষি,
চিবুকে পুড়াই অন্তরের ক্ষত
দু’হাত বাড়িয়ে ঠোঁটে ঝড় তুলি,
বুকে ভালবাসা আছে যত।

আমরা:
ভালোবাসার শুরু আর শেষ! আসলেই কি?

উপরে