প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০৭:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০১৯, ১২:০৯ এএম
জাহানারা ইয়াসমীন
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০১৯, ১২:০৯ এএম
জাহানারা ইয়াসমীন
ধূলোদের বসন্ত বলে কিছু নেই,
কোকিলের আছে বসন্তভীতি।
পথের শেষে পায়ের ছাপ জ্বলে উঠলে
ছায়ারা আত্মহত্যার দিকে ঝুঁকে,
কৃষ্ণচূড়ার মত ফুটে রয় সকল ‘না’।
এইসব অনুস্বর ভেঙে প্রতিদিন
একেকটি নতুন ভ্রূণ কেঁদে ওঠে প্রতিস্থাপনের যন্ত্রণায়।
আমরা হারাতে থাকি
প্রথমে হারাই ঋতু, এরপর মনোলগ
তার আর পর থাকে না।
শরীর ফুঁড়ে বেরোয় একেকটি বোবা চিৎকার
ঈশ্বরের মতই স্বেচ্ছাবন্দী করে ফেলে
নিজেকে
নির্বাসিত হই মানুষের পৃথিবী থেকে-
দূর বহুদূর কোন সে দিকে!
আপনার মতামত লিখুন :