প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৭:২৯ পিএম
জাহানারা ইয়াসমীন
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৭:২৯ পিএম
জাহানারা ইয়াসমীন
ঘুমঘোরে নিঃশ্বাসের বুদবুদে ভেসে
স্বপ্নের মাঝে দুচারটে ভালো কথার খই ভাজি,
কিছু প্রলাপ সান্ত্বনার মত ঘাই মারে মগজে।
বাসির রুটির ওপর পিঁপড়ার অকুতোভয় পদচারণায়
শরীরের কোথায় যেনো বিদ্যুৎ খেলে যায়!
আমি সেই বোকা মানব, মানুষ ভেবে যে মুখোশকেই প্রণাম করি,
বেনীআসহকলার মত নতুন চমকে এরপর স্তম্ভিত হয়ে পড়ি।
মানুষের চেয়ে সত্য কোন উপাসনালয় আছে কিনা জানা নেই বলেই
মসজিদ মন্দির ঘেটে অর্ধেকটি মানুষও খুঁজে না পেয়ে
ফিরে যাই পাথরের কাছে, ফসিলের সম্মান তো পাওয়া যেতেই পারে!
নানাবিধ প্রশ্ন সমীপে উল্টোরথে চড়ে বসি নিরুপায়,
নিজের হাত ও পায়ের কাছে ক্রমাগত মিথ্যে হয়ে যেতে থাকি।
আপনার মতামত লিখুন :