প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১০:০৭ পিএম
ফেরদৌস কান্তা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১০:০৭ পিএম
ফেরদৌস কান্তা
এই মেয়েটির খুব বেশি চাওয়া ছিলোনা কোনদিনও!
ছোট্ট ছোট্ট নীল খাম সে বানিয়ে ছিল নিজ হাতে,
স্বপ্নগুলি বুনে বুনে রেখে দিত
সেইসব খামে ভরে।
যখন মন চাইত
খাম খুলে দেখত সে
তার নানান স্বপ্নগুলি
কি করে দিন কাটায়!
কেউ জানতে চায়নি সেই স্বপ্নগুলির কথা
সেও দেখায়নি কখনো!
কি ছিল সেই নীল নীল
খামে ভর্তি চাওয়া গুলি?
আকাশ ছুঁয়ে দেখা?
না শুধু চেয়ে দেখার ইচ্ছে!
পাখা মেলা উড়া?
না শুধু পাখিদের উড়ে যেতে দেয়া!
নদীর স্রোতে ভাসা?
না শুধু পাড়ে বসে ভাঙা-গড়া দেখা!
খড়-কুটোর নীড় গড়া?
না শুধু নড়বড়ে সম্পর্ক জোড়া!
জীবনের মানে ছোঁয়া?
না শুধু ছন্দ মিলাতে চাওয়া!
নীল খামগুলি কখন থেকে যেন বাদামী হতে শুরু করেছে।
খামের ভিতরের স্বপ্নদের
অক্ষরগুলিও বেশ মলিন আজ,
নীলকিছু কাগজ আর
কলম নিয়ে মেয়েটি
আজ বসেছে আবার.....।
আপনার মতামত লিখুন :