NarayanganjToday

শিরোনাম

ব্যবধান

রিক্তা মল্লিক


ব্যবধান

তোমার দেশে আকাশ ভেঙে মেঘের শ্রাবণ ধারা
আমার দেশ বৃষ্টিহীন,চাতক দিশেহারা।

তোমার পাহাড় ঘুমিয়ে পড়ে আঁধার নেমে এলে
আমার শহর নিদ্রাহীন, ক্লান্ত-শরীর টলে।

তোমার মাঠে নতুন ফসল,আমন ধানের ঘ্রাণ
আমার নগর ধূধূ-ধূলি,বিবর্ন অঘ্রাণ।

তোমার বাগান বেড়ে ওঠে মাটির বুক জুড়ে
আমার দেশের শখের বাগান ছোট্ট ছাদের পরে।

উপরে