NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত


নারায়ণগঞ্জে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি না করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৫ আসেনের সাংসদ সেলিম ওসমান, জেলা পুুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উপরে