যুবদলের নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়ে সরকারবিরোধী আন্দোলন বেগবান করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জের শাওন ও নারায়ণগঞ্জের মাহাবুবের এ রক্ত কোনদিন বৃথা যাবে না। আমরা রাজপথে ছিলাম আগামীতেও রাজপথে থাকবো। যুবদলের নেতাকর্মীরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত।
ধামরাইয়ের কালামপুরে ১৮ এপ্রিল ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা বিভাগের যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল, ময়মনসিংস বিভাগের সহসভাপতি খন্দকার মাসুদুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, কেন্দ্রিয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ দুই বিভাগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ভার্চুয়ালি ভাষণ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপনার মতামত লিখুন :