নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিনব্যাপী ফতুল্লার বক্তাবলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার নিউ ন্যাশনাল ব্রিকস-১ কে ১ লক্ষ টাকা ও নিউ ন্যাশনাল ব্রিকস-২ কে ১ লক্ষ টাকা, চর বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিং কে ১ লক্ষ টাকা, মেসার্স নজরুল ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স খাদিজা ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স নিজাম ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স বিছমিল্লাহ ব্রিকসকে ২ লক্ষ টাকা, সান ব্রিকস ২ লক্ষ টাকা, মেসার্স এ এস বি ব্রিকসকে ২ লক্ষ টাকা ও মেসার্স বোখারী ব্রিকসকে ১ লাখ টাকা সহ মোট ১৫ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক এ. এইচ. এম রাসেদ ও সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।
এ বিষয়ে এ. এইচ. এম রাসেদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১০ টি ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপশি অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্স নজরুল ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফেলা হয়েছে। বায়ু দূষণ বন্ধে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :