NarayanganjToday

শিরোনাম

গিয়াসউদ্দিনের জন্য মনোনয়ন চাইলেন নাছির প্রধান


গিয়াসউদ্দিনের জন্য মনোনয়ন চাইলেন নাছির প্রধান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য মনোনয়ন চাইলেন কৃষক দল নেতা নাছির প্রধান৷ এসময় গিয়াসউদ্দিনের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাছির প্রধান৷ সেইসাথে তার জন্য জনসাধারণের সমর্থনও চেয়েছেন নাছির৷ 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কুতুবপুরের দেলপাড়াতে 'রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার গুরুত্ব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা, কম্বল বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন৷ প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ৷ কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাছির প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেনসহ অনেকে৷ 

ফতুল্লা থানা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির প্রধান আরো বলেন, 'গিয়াসউদ্দিন সাহেবের সুযোগ্য নেতৃত্বে মোহিত হয়ে আমি ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদে আসীন হয়েছি৷ আজকে আমার আমন্ত্রণে এখানে আসায় আমি উনাকে সালাম জানাই৷ আমরা সবাই গিয়াসউদ্দিন সাহেবকে চাই৷ 

এসময় তিনি উপস্থিত জনতার কাছে গিয়াসউদ্দিনের মনোনয়নের জন্য সমর্থন চান৷ উপস্থিত জনতাও নাছির প্রধানের আহ্বানে সাড়া দিয়ে গিয়াসউদ্দিনের মনোনয়ন প্রাপ্তির প্রতি পূর্ণ সমর্থন জানান৷ 

কুতুবপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত ওই আলোচনা সভা উপলক্ষে দিনব্যাপী ইউনিয়নজুড়ে ছিল উৎসবের আমেজ৷ দুপুরের পর থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে৷ 

আলোচনা সভা উপলক্ষে দিনব্যাপী ইউনিয়নজুড়ে ছিল উৎসবের আমেজ৷ দুপুরের পর থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে৷ 

 

 

উপরে