প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১১:০২ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১১:০২ পিএম
নারায়ণগঞ্জ টুডে
পতিত স্বৈরাচার সরকারের দোসরদের প্রতি ফের কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলে তাদের ঠাঁই হবে না বলেও উল্লেখ করেন তিনি৷ এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর দিকনির্দেশনার রয়েছে বলেও উল্লেখ করেন গিয়াসউদ্দিন৷
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফতুল্লার কুতুবপুরের দেলপাড়াতে এক আলোচনা সভা ও কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, আমি এই কমিটিতে আছি। কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ যাতে কমিটিতে আসতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করবো৷ যারা স্বৈরাচারের সাথে ছিল এবং আমাদের দলের হয়েও যারা অন্যায়-অত্যাচার, অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে, তাদেরকে দলে রাখা যাবে না৷
সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিং হয়েছে বলেও জানান তিনি। স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর হুশিয়ারির কথাও পুনরায় ব্যক্ত করেন তিনি৷ গিয়াসউদ্দিন বলেন, তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশ, যারা স্বৈরাচারের সাথে ছিল, আবার আমাদের দলের হয়েও যারা অন্যায়-অত্যাচার, লুটপাট-চাঁদাবাজি করেছে, তাদেরকে কোনোভাবেই দলে রাখা যাবে না৷ এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিবো৷
কুতুবপুরসহ পুরো ফতুল্লা থানা এলাকাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় নেয়ার কাজ চলছে বলেও জানান তিনি৷ গিয়াসউদ্দিন বলেন, দ্রুততম সময়ের মধ্যে পুরো ফতুল্লাকে নাসিকের আওতায় নেয়া হবে৷ এতে জলাবদ্ধতাসহ অন্যান্য সকল সমস্যা সমাধান সম্ভব হবে৷
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ৷ কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাছির প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেনসহ অনেকে৷
আলোচনা সভা উপলক্ষে দিনব্যাপী ইউনিয়নজুড়ে ছিল উৎসবের আমেজ৷ দুপুরের পর থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে৷
আপনার মতামত লিখুন :