NarayanganjToday

শিরোনাম

সুমন খানকে আহ্বায়ক করে জিয়া সৈনিক দলের নাসিক ৭নং ওয়ার্ড কমিটি ঘোষণা


সুমন খানকে আহ্বায়ক করে জিয়া সৈনিক দলের নাসিক ৭নং ওয়ার্ড কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. সুমন খান৷ শনিবার (০১ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও রানা ও সদস্য সচিব মো. ফয়সাল রানা ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন৷ 

এসময় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন। এসময় শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল না হলে বিএনপির একজন কর্মীও দেশে জীবিত থাকতে পারতো না। ১৭ বছরের শেষ দশ বছর তো বাড়িতে থাকার কথা চিন্তাও কর‍তে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হয়েছি এবার৷ তাই, আপনাদের সবার কাছে অনুরোধ, কেউ দয়া করে আওয়ামী লীগের কোনো লোককে কমিটিতে জায়গা দিবেন না৷ ওদেরকে জায়গা দিলেও ওরা কখনোই আপনার আপন হবে না, বরং দলের গোপন সব তথ্য পাচার করবে৷ 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, আজকের অনুষ্ঠানে জননেতা, সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের সুযোগ্য বড় পুত্রের আসার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। আজ আমরা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করতে যাচ্ছি৷ সেভেন মানেই লাকি৷ প্রতিটি ওয়ার্ড থেকে একপ্রকার চিরুনি অভিযানের মাধ্যমে আমরা কমিটি গঠন করছি৷ আমাদের সংগঠনের কোনোপ্রকার চাঁদাবাজি, মাস্তানি, ক্যাডারি চলবে না। নিজের খেয়ে অন্যকে যারা সুপথে আনতে পারবেন, তারাই এই সংগঠনে থাকুন৷ জিয়া পরিবারকে যারা লালন করেন, তারাই এখানে থাকতে পারবেন৷

অনুষ্ঠানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা, সিদ্ধিরগঞ্জ থানাসহ অন্যান্য বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার ৭ নং ওয়ার্ডের আহ্বায়ক সুমন খান বলেন, দীর্ঘ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপি করি৷ আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের আগামীর কর্ণধার জনাব তারেক রহমান দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন৷ রাজপথে সুদীর্ঘ লড়াই-সংগ্রাম শেষে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে উৎখাত করেছি আমরা। এবারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। আর সে লক্ষ্যেই আমাদেরকে আরো সংগঠিত হবে, দলকে সুসংগঠিত করে জনগণের দোরগোড়ায় যেতে হবে৷ আমার কর্মের মূল্যায়নস্বরূপ যে দায়িত্ব প্রদান করা হয়েছে, সেজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। সর্বস্তরের নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. বাদল হোসেন, মো. কামাল হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. আব্দুল বাতেন, মো. মাসুদ ও মো. জসিম রয়েছেন৷ সদস্য পদে রয়েছেন মো. উসমান গণি মিঠু, মো. আরিফ, মো. হারুন, মো. জসিম, মো. সোহেল, মো. হুমায়ুন, মো. লিটন, মো. ওমর শিহাব৷ 

উপরে