NarayanganjToday

শিরোনাম

এডিটেড ছবিতে জঘন্য প্রতারণা, আইসিটি আইনের দ্বারস্থ হবেন নাজমুল


এডিটেড ছবিতে জঘন্য প্রতারণা, আইসিটি আইনের দ্বারস্থ হবেন নাজমুল

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলেরর সাবেক সহসভাপতি কাজী নাজমুল হাসান ভয়াবহ সাইবার ক্রাইমের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের একটি সমাবেশের ছবিকে হাস্যকর ও নিতান্তই শিশুসুলভ এডিটের মাধ্যমে নাজমুলের মাথা বসিয়ে প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে পুরো ফতুল্লাজুড়ে৷ এমন অতি কাঁচা হাতের কাজ কস্মিনকালেও কেউ দেখেনি, এমনটাই মতামত সংশ্লিষ্টদের৷ তবে সব দেখেশুনে ক্ষেপেছেন ভুক্তভোগী নাজমুল৷ তিনি এই নিকৃষ্টতর, জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান৷ 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী নাজমুল হাসান এই মুহুর্তে আইনজীবীর চেম্বারে আছেন জানিয়ে বলেন, ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সরব ছিলাম। আমার চরম শত্রুও বলতে পারবে না যে, কখনো আওয়ামী লীগের কোনো মিছিল-সমাবেশের ধারেকাছেও আমি গিয়েছি৷ অথচ গতকাল রবিবার (০৯ মার্চ) একটি ফেসবুক পেইজে দেখতে পেলাম, আমি না কি আওয়ামী লীগ নেতা শাহ নিজাম গংয়ের সাথে বসে সেলফি তুলেছি। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অন্য কারো ছবিতে এডিটিংয়ের মাধ্যমে আমার মুখ বসিয়ে দেয়া হয়েছে৷ অপেশাদার ও জঘন্য এডিটিং করা ওই ছবি দেখে সবাই হেসেছে৷ ছবিটি দেখার সাথে সাথে আমি ছবির এবং ওই পেইজের সম্পূর্ণ স্ক্রিনরেকর্ড নিয়েছি। যারা এরকম ভয়াবহ মিথ্যাচার করেছে আমাকে নিয়ে এবং যারা এটি প্রচার করেছে, তাদের প্রত্যেকের পরিচয়ও পেয়েছি৷ আমি এদের সবার নামে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা করবো৷ ইতোমধ্যে সকল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছি৷ 

একটি শ্রেণির জঘন্য মিথ্যাচারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ওরা আসলে একজন হাইব্রিড আওয়ামী লীগারের দোসর৷ আমি সেই হাইব্রিডের বিরুদ্ধে কথা বলাতে তার নির্দেশেই ওরা আমার বিরুদ্ধে হাস্যকর প্রচারণা চালাচ্ছে। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল কোনো আওয়ামী দোসরের ঘরে যেতে দিবো না। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক, তাই তাদের বিরুদ্ধে আমার আইনী লড়াই চলবে৷

উপরে