NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জ থেকে অপহৃত কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার


নারায়ণগঞ্জ থেকে অপহৃত কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ রোববার (৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে শনিবার (৮ মার্চ) বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে ময়মনসিংয়ের তারাকান্দার পাকুরতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে রূপগঞ্জের বরপা এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরী অপহরণের ঘটনায় ভিকটিমের পরিবার কোর্ট পিটিশন মামলা দায়ের করেন। পরে পিবিআই সদর দপ্তরের নির্দেশে ও নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপারের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়।

তারা হলেন, মাহমুদুল হাসান সিয়াম (২১), তার বাবা মো. মোজাম্মেল হক (৪২) ও মা মোছা. মালেকা আক্তার (৪০)।
তদন্তে জানা যায়, ভিকটিমকে তারাকান্দার পাকুরতলা এলাকায় আটকে রাখা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

উপরে