NarayanganjToday

শিরোনাম

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, র‍্যাবের হাতে আসামি হাবু গ্রেফতার


প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, র‍্যাবের হাতে আসামি হাবু গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে হাবিবুর রহমান হাবু নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১০ মার্চ) ঝিনাইদহ সদর থানার গোয়ালপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ১১ ও র‍্যাব ৬- এর যৌথ আভিযানিক দল৷ গ্রেফতার হাবু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র আসামী৷

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী কথাবার্তা বলতে ও চলাফেরা করতে সক্ষম। গত ২২ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে কিশোরীটি তার নিজ বাড়ি থেকে রাউৎগাঁও যাচ্ছিলো৷ এসময় সে হাবুর বাড়ির সামনে পৌঁছালে হাবু তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই বিষয়ে কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দিয়ে কিশোরীকে ছেড়ে দেয় হাবু।

পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে হাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ধষর্ণ মামলা দায়ের করেন। র‍্যাব হাবুকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে। গ্রেফতারের পরে আসামি হাবুকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে৷ এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব৷ 

উপরে