NarayanganjToday

শিরোনাম

ছাত্রদলের নিহত কর্মীর পরিবারকে ফোনে যা বললেন তারেক রহমান


ছাত্রদলের নিহত কর্মীর পরিবারকে ফোনে যা বললেন তারেক রহমান

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় অপূর্বের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকায় নিহত অপূর্ব'র বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব প্রমুখ। পরে ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বের বাবা-মায়ের সাথে কথা বলেন তারেক রহমান। 

তারেক রহমান নিহত অপূর্ব'র মা-বাবাকে বলেন, আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো এই ঘটনার সাথে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।

গত ৯ মার্চ রাতে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তর্কের জেরে অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সম্রাটকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

উপরে