নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকার মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যান ও বাইসাইকেল একইমুখী চলছিল। ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :