বিষয়:
প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০৬:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৮, ০৪:৩৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৮, ০৪:৩৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
‘শীতলক্ষ্যায় সেতুর জন্য দরকার হলে লংমার্চ করা হবে’ বলে ঘোষণা দিয়ে সাংসদ সেলিম ওসমান বলেছেন, এই সরকারের আমলেই আমরা এই ফেরিঘাটে ‘কদম রসূল’ সেতু নির্মার্ণের ঘোষণা চাই।
বৃহস্পতিবার (১৪ জুন) হাজিগঞ্জ-নবীগঞ্জ রুটে ‘কদম রসূল’ ফেরি সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে ওই কথা বলেন তিনি। এসময় তিনি আরও ঘোষণা দিয়ে বলেছেন, “ঈদ পর্যন্ত এই ফেরি সার্ভিস কোনো রকম টাকা নেয়া ছাড়াই মানুষকে পারাপার করবে। এর জন্য যে জ্বালানী খরচ হবে তা ব্যক্তিগত ভাবে আমি দিয়ে দেবো।”
সেলিম ওসমান বলেন, “আমি উন্নয়ণ নিয়ে কোনো রকম ঝগড়া করতে চাই না। জানপ্রাণ দিয়ে বন্দবাসীর পাশে থাকতে চাই, উন্নয়ণ করতে চাই। কিন্তু একটা শ্রেণি আছে এই উন্নয়ণ যাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। আমাকে থামিয়ে দিতে চায়। আমি এই বন্দরবাসীকে ভালোবাসি। আর এই কারণে একই মঞ্চে সব রাজনীতিক দলের লোক নিয়ে বসেছি। সবাইকে নিয়ে উন্নয়ণ করতে চাই। সবার সহযোগিতা চাই।”
এছাড়াও তিনি এই রুটে ফেরি সার্ভিস দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা আপনার কাছে দাবি জানাই আপনার আমলেই এখানে ফেরির বদলে সেতু চাই। আর সেই সেতুর নাম হবে ‘কদম রসূল’ সেতু।
বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু ব্যাপারী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা আফজাল হোসেন প্রমূখ।
১৪ জুন, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :