NarayanganjToday

শিরোনাম

যুবদল সেক্রেটারি মোনায়েম মুন্নাকে গ্রেফতারে রনির নিন্দা


যুবদল সেক্রেটারি মোনায়েম মুন্নাকে গ্রেফতারে রনির নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলেরর সদস্য সচিব মশিউর রহমান রনি।

বুধবার (৮ মার্চ) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান এবং মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবী করা হয়।

বিবৃতিতে রনি বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য বিরোধীদলকে দমন করার যে অপরাজনীতি শুরু করেছে তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনীদের ব্যবহার করে নিরাপরাধ কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এভাবে মিথ্যা মামলা দায়ের করে, নির্যাতন করে চলমান এই আন্দোলনকে দমন করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবে।

 

 

 

উপরে