সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, দূর্নিতীর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা এ সরকারের মন্ত্রী-এমপি ও আওয়ামীলীগের নেতারা বিদেশে পাচার করেছে। তারা দেশকে আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এ দেশে মানুষের ভোটের ভাতের অধিকার নাই। আজকে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে এর থেকে পরিত্রাণের জন্য সরকারকে দশ দফা মানতে হবে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বেনজির টিটু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এছাড়াও আরও ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর কৃষক দলের সদস্য সচিব গুলজার হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
আপনার মতামত লিখুন :