NarayanganjToday

শিরোনাম

মহাসচিবের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সৌজন্য সাক্ষাৎ


মহাসচিবের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবুল আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সৌজন্য সাক্ষাত করতে যান। 

এসময় দলের মহাসচিব আন্দোলন সংগ্রামে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান। 

সাক্ষাৎকালে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উপরে