NarayanganjToday

শিরোনাম

উশৃংখল স্লোগান না দেয়ার আহ্বান কাউন্সিলর সাদরিলের


উশৃংখল স্লোগান না দেয়ার আহ্বান কাউন্সিলর সাদরিলের

আগামীকাল জেলা বিএনপির অবস্থান কর্মসূচীতে নেতাকর্মীদের উশৃংখল স্লোগান না দেয়ার আহবান জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।

গোলাম মুহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও  সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে। 

শুক্রবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।

স্ট্যাটাসটি হুবুহু 'নারায়ণগঞ্জ টুডে' পাঠকের জন্য তুলে ধরা হলো :

৫নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের অবগতির জন্য, জানানো যাচ্ছে যে , আগামীকালের "মানববন্ধন" সফল করার জন্য সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আমাদের অবস্থান কর্মসূচি সুশৃংখল ভাবে পালন করব , জনগণের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখবো , কোন প্রকার উশৃংখল বক্তব্য বা স্লোগান দিব না সেদিকে লক্ষ্য রাখবো। 'মানববন্ধন" কর্মসূচি শেষ করে সবাই নিজ নিজ বাসায় ফিরব।

উপরে