বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী সালমা ওসমান লিপি, ছেলে ইমতেনান ওসমান অয়ন, মেয়ে লাবিবা যোহা, ছেলের বউ ইরফানা ওসমান রেশমী ও নাতি যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান ও পরিবারের সদস্যদের এ ছবি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে এক ভিন্নমাত্রার বার্তা দিতে শুরু করেছে।
এদিকে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান লিখেছেন, জীবনে অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়ন হলো, পবিত্র মাহে রমজান মাস এ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুফু’র সাথে সৌজন্য সাক্ষাৎ এর সৌভাগ্য হলো।
আপনার মতামত লিখুন :