বিষয়:
প্রকাশিত: আগস্ট ১, ২০১৮, ১১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৮, ০৫:২৫ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৮, ০৫:২৫ এএম
নারায়ণগঞ্জ টুডে
জেলা আওয়ামী লীগের মঙ্গলবারের বৈঠকে আব্দুল হাইকে মেয়র আইভী হুমকি দিয়েছেন, এমন খবর বাইরে প্রকাশ হলে এ নিয়ে দেখা দিয়েছি মিশ্রপ্রতিক্রিয়া। বুধবার এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা গেছে।
তবে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে বাকবিত-াসহ কোনো রকম হট্টগোল হয়নি। একটি পক্ষ জেলা আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য মিথ্যা প্রপাগন্ডা ছড়িয়েছে।
সূত্রটি বলছে, এর আগের সভায় শূন্য ৬পদ পূরণ নিয়ে তীব্র বাকবিত-াসহ ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটলেও মঙ্গলবারের বৈঠক ছিলো অত্যন্ত শান্তিপূর্ণ। আলোচনা চলাকালিন একজন অপর জনের বিরুদ্ধে কিছুটা অভিযোগ, ক্ষোভ প্রকাশ করলেও কোনো ধরণের হট্টগোল বা হুমকি দেয়ার ঘটনা ঘটেনি।
এ দিকে হুমকি বা হট্টগোলের মতো ঘটনাটি হাস্যকর হিসেবে উড়িয়ে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। তিনি এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আমাকে যদি আইভী হুমকি দিতেন তাহলে কি আজ (বুধবার) আমরা একসাথে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যেতাম?”
আব্দুল হাই বলেন, “আইভী আমার মেয়ের মতো। বরাবরই সে আমার প্রতি শ্রদ্ধাশীল। আজও (বুধবার) ফুল দেয়ার সময় সে আমার প্রতি যথেষ্ট বিনয়ী ছিলেন এবং সম্মান দেখি আমার হাতে মাইক তুলে দিয়ে বলেছেন ‘চাচা আপনিই বক্তব্য দিন।”
এছাড়া তিনি বলেন, “একটি বৈঠকে বসলে কিছুটা আলোচনা করতে গেলে একজন আরেকজনের প্রতি কিছুটা বিষোদগার, অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতেই পারে। আবার সেসব বৈঠকেই ঠিকঠাক হয়ে যায়। বৈঠক শেষে এসব নিয়ে কোনো তর্কবিতর্কও হয় না। তাছাড়া আমি সভাপতি, সবার অভিযোগটা আমার দিকেই থাকবে। সবাই চাইবে তাঁদের ক্ষোভটা আমার উপরই ঢালতে। তাই বলে মেয়র আমাকে হুমকি দিয়েছে যে সংবাদ এসেছে তা মোটেও ঠিক নয়।”
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয়েছিলো জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সাথে। তিনি বলেন, “মঙ্গলবারের সভায় কোনো ধরণের হট্টগোল, বাকবিত-া হয়নি। যাঁরা এসব বলছে তাঁরা মিথ্যা বলছে। আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। আলোচনা চলাকালিন সময় কেউ একটু জোরে কথা বলে আবার কেউ আস্তে বলে। আবার কোরামে যখন মানুষ বসে তখন নানা ধরণের ক্ষোভ ও অভিযোগও উত্থাপিত হয়। তাই বলে এসবকে হুমকি, হট্টগোল বলে রঙ মাখিয়ে বড় করার কোনো সুযোগ নেই।”
জাহাঙ্গীর বলেন, “জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একটি প্লাটফর্মে আছি। এক নেতার নেতৃত্বকে মেনে নিয়েই দল করছি। যাঁরা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে তাঁরা অন্য কারো উদ্দেশ্য সফল করার লক্ষ্যে মাঠে নেমেছে বলেই মনে করছি।”
অপরদিকে একই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিলো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর কাছে। তিনি বলেন, “হট্টগোল, হইচইয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবেই সবার সাথে আলোচনা হয়েছে। যাঁরা বলছে হট্টগোল হয়েছে তাঁরা ভুল আর মিথ্যা বলছে।”
এদিকে বৈঠকে থাকা একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “ব্যাপারটা যেভাবে বলা হচ্ছে ঠিক তেমন ঘটেনি। তবে আব্দুল হাইয়ের প্রতি কিছুটা অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র আইভী। কিন্তু এতে করে কোনো ধরণের উত্তেজনা সৃষ্টি হয়নি। হট্টগোলও হয়নি।”
কি এমন অভিযোগ তুলেছিলেন মেয়র, এমন প্রশ্নের জবাবে একই সূত্র বলেন, মেয়র আইভী শুধু আব্দুল হাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, “৭৫ নিয়া কথা বলতাছে, তখন আপনার ভূমিকা কিন্তু আমরা সব জানি। সেসব কিন্তু সব বলে দেবো।”
১ আগস্ট, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :