বিষয়:
প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৮, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৪, ২০১৮, ১১:২০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ৪, ২০১৮, ১১:২০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সাংসদ শামীম ওসমান বলেছেন, “যারা ভিতরে ভিতরে বিএনপি আর উপরে উপরে আওয়ামী লীগ করেন, আমাদের এগুলোকে দরকার নাই। লোক কমুক অসুবিধা নাই, সাচ্চা লোক নিয়ে কাজ করতে চাই। বিএনপি থেকে অনেকেই আসতে চাইতেছে। আমরা সবাইরে নেবো না। যারা ভালো মানুষ, তাদেরকেই নেবো। আমার ই¯্রাফিল ভাই ভালো মানুষ, এলাকায় তার গুড উইল আছে। আজকে যারা জয়েন করেছেন তারাও ভালো মানুষ। তাই বলবো, যদি ভালো হন, তাইলে দশ তারিখের মধ্যে আইসা জয়েন করেন, এগারো তারিখে কিন্তু নো চান্স।”
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে ফতুল্লা থানাধীন (অক্টোঅফিস সংলগ্ন) বাংলা ভবন কমিউনিটি সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেছেন, “দশ বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। অনেক ব্যক্তি আছে, যারা আমাদের ভিতরে ঢুইকা গেছে। তারা মনে মনে খালেদা জিয়া, খালেদা জিয়া তজবি গুনে, আর সামনে এসে কয় ভাই, শেখ হাসিনা। কম্যানে? আমি বলবো, হয়তো কেউ কাজিম ভাইয়ের লগে আইসা ঢুইকা পড়ছে, কেউ নিজামের লগে আইসা ঢুইকা পড়ছে, কেউ আইসা হেলালের লগে ঢুকছে, কেউ সাজনুর লগে ঢুকছে। একটা ভাজ আছে, ভাজ দিয়া আস্তে কইরা শরীরটাকে ঢুকাইয়া দিয়া বইসা আছে। ঠিক সময় মত দেখবেন ‘ফস্’ কইরা ছোবল মারবে। আইডেন্টিফাই হওয়া দরকার। যার যার এলাকায় আইডেন্টিফাই করেন, কারা আমাদের সাথে আইসা সংস্কার করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঠিকমত ভাত খাইতে পারে নাই,ওরা নানরুটি খাইয়া ঘুইরা বেড়াইছে।”
বিএনপি, জামাতের রাজনীতি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, “যারা নারায়ণগঞ্জ নিয়ে খেলতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি জামাত রাজনীতি করতে চান করেন। নো প্রোবলেম। মিছিল করতে চান করেন, নো প্রোবলেম। আমার কোনো আপত্তি নাই। কিন্তু খেলতে আইসেন না। খেলতে আসলে বাড়ির একটা ইটও থাকবে না।”
সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, “এই যে ঘন ঘন মামলা হয়, আমি এটার পক্ষে না। আমি যে কোনো মানুষের পক্ষে। এখন পুলিশদের কাছে কি তথ্য আছে, তারাই জানেন। আমিতো পুলিশ না। আমাদের গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে কারা কি করতে চায়। কে কি করতে চায়, আমরা চাই না। আমরা চাইনা, রাজনীতি করতে এসে কেউ বোমা হামলার শিকার হোক।”
এছাড়াও সাংসদ শামীম ওসমান দৃঢ়তার সাথেই নেতাকর্মীদের আশ^স্ত করে বলেছেন, “আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আবারও এই দেশের প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা। তাই কাউকে কোনো ধরণের ভয় পাওয়ার কারণ নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে অনেকেই মাঠে নেমেছেন খেলতে। কিন্তু আমরা যদি খেলি তাহলে এসব ইউনূস-টিউনূস, কামাল-জামালরা টিকে থাকতে পারবে না। কারণ, আমরা খেলোয়াড়, কীভাবে খেলতে হয় তা ভালো করেই জানি।”
কর্মী সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের সাবেক পৌরসভার প্রশাসক আব্দুল মতিন প্রধান, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমূখ।
৪ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :