বিষয়:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৮, ০৮:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৮, ০৬:০৭ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৮, ০৬:০৭ পিএম
নারায়ণগঞ্জ টুডে
বিএনপি’র নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের দরজা খোলা মন্তব্য করে সাংসদ শামীম ওসমান বলেছেন, আপনারা যারা ভালো, তাদেরকে সম্মান দেবো। আসেন। জয়েন করেন। আর যদি আপনারা কেউ মনে করেন, অতীতের মতো পরিস্থিতির জন্ম দিবেন, তাহলে জেনে রাখুন এই দেশের মানুষ এবার আর আপনাদের ছাড়বে না।
রোববার (৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিগঞ্জের গোদনাইল বাঘপাড়া এলাকায় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে ওই কথা বলেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন সংস্থার বরাত দিয়ে দাবি করেন, তাকে মারার চেষ্টা করছে।
তিনি বলেন, বিভিন্ন সংস্থা প্রায় সময় বলে আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। কি হবে? মারলে মারুক, মরলে তো মরেই গেলাম। আর মারার মালিক তো আল্লাহ, উনারা না। তবে যদি বেঁচে যাই তাহলে ডেমরা থেকে এই সিদ্ধিরগঞ্জ এলাকা হাতিরঝিল থেকেও আরও সুন্দর হবে।
শামীম ওসমান বলেন, মায় জেলে আর ছেলে বিদেশ বইসা হুকুম দিতাছে। এই মাসের শেষের দিকে আবার শুরু হবে সন্ত্রাসের রাজনীতি। দেশে রাসয়ানিক অস্ত্র ঢুকতাছে। আবারও অরাজকতা সৃষ্টি করবে তারা। ক্ষমতায় আসার জন্য বিএনপি জ্যান্ত মানুষের গায়ে আগুন জ¦ালাইয়া দিছে। আবারও দিবে। এটা কেমন রাজনীতি? এসব দেখলে নিজেকে রাজনীতিবীদ বলতেও লজ্জা করে।
তিনি আরও বলেন, এই পর্যন্ত আমি ৭ হাজার ৪‘শ কোটি টাকার কাজ করেছি। জানি এ কাজ অনেক। তারপরও আমি সন্তুষ্ট না। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি নাই। তবে উন্নয়ণ হবে। আর উন্নয়ণ চাইলে আপনাকে নৌকায় ভোট দিতে হবে। এটা আপনার বিবেকের উপরে। আমি এখনও পর্যন্ত কোনো এলাকায় গিয়ে ভোট ভিক্ষা চাই নাই। ভোট ভিক্ষা চাইতে হবে কেন? আপনার তো বিবেক আছে। সেই বিবেকরে প্রশ্ন করেন। দেশটার ধ্বংস চান নাকি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান। যদি উন্নতি চান তাহলে নৌকায় আপনাকে ভোট দিতে হবে।
১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মো. ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহ্সানুল হক নিপু প্রমূখ।
৭ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :