NarayanganjToday

শিরোনাম

সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান পলাশের


সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান পলাশের

জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা আঞ্চলিক শাখা শ্রমিক লীগের দাপা-ইদ্রাকপুর ইউনিটের নেতৃবৃন্দ। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এই শুভেচ্ছা জানান তারা।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় আলীগঞ্জ লেবার হলে কাউসার আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন ওই নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, শ্রমিক নেতা মতিন মাদবর, মো. তাহের, শাহীন, রাজু, সাধু মন্ডল, সেন্টু, মঞ্জুর প্রধান প্রমূখ।

পলাশ আগত শ্রমিক লীগ নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করেন সাংগঠনিক বিষয়ের খোঁজ খবর নেন। এছাড়াও তিনি সকলকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সরকারের নানা উন্নয়ণমূলক কর্মকা- সাধারণ মানুষের মাঝে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

৯ জুলাই, ২০১৯/এসপি/এনটি

উপরে