প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০২:৪১ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০১:৪১ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০১:৪১ এএম
নারায়ণগঞ্জ টুডে
একটি ছবি নিয়ে কুচক্রী কিছু সনাতনী ও হেফাজতরা জনগণের মাঝে মিথ্যাচার করছে
এমনটাই মন্তব্য করে ফেসবুকে পোস্ট কিরেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল।
তিনি বলেন,ছবিটি ২০১৬ নির্বাচন প্রচারের। উন্নয়নের ফেরিওয়ালা কর্মপাগল নগরমাতা আইভি আপা যেখানেই যান হউক সিদ্ধিরগঞ্জ হউক বন্দর হউক নারায়ণগঞ্জ সদর সেখানেই মানুষের ঢল নামে ও পুস্প বৃষ্টি বর্ষিত হয়। মা বোনেরা আইভি আপাকে কাছে পেলে অনেকে আবেগ আপ্লুত হয়ে নানা সমস্যার কথা বলে।এই ছবিটি তেমনি নারায়ণগঞ্জ সদরের গলাচিপা গোয়ালপাড়ার হিন্দু এলাকার। আইভি আপাকে কাছে পেয়ে সনাতনী সম্প্রদায়ের মা বোনেরা ফুল ছিটিয়ে স্বাগত জানান।আইভি আপা তাহাদের দুহাত জোর করে তাহাদের অভিনন্দন গ্রহণ করেন।
উজ্জ্বল বলেন,আসছে নির্বাচন তাই ৫ বৎসর পরে ছবিটি নিয়ে কুচক্রী মহল মিথ্যাচার করছে। আইভি আপা নাকি মন্দিরে প্রণাম করছে।ছবিটি একটি বাড়ীর গেইটের সামনের অংশ।নির্বাচন আসলেই আইভি আপার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। জনগন এই অপপ্রচারের জবাব ভোটের মাধ্যমে দিয়ে আইভি আপাকে আবারো নির্বাচিত করবে।
আপনার মতামত লিখুন :