প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ১১:৩১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০৯:৩১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০৯:৩১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
কর্মী-সমর্থকদের ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে তিনি এমন নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া। তবে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
এর পূর্বে আরেক স্ট্যাটাসে মামুনুল হক বলেন, ‘আমি নিরাপদে আছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না।’
রাত সোয়া দশটার দিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে মামুনুল হক বলেন, ‘পক্ষবিপক্ষ নিয়ে কেউ কোনো সংঘাতে জড়াবেন না। কারও জানমালের ক্ষতি করবেন না।’
অবকাশ যাপনের জন্য দুপুরে সোনারগাঁয়ে আসেন মামুনুল হক। তার সাথে থাকা নারীকে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হচ্ছে। সোনারগাঁয়ের জাদুঘরে ঘোরাঘুরি পর রয়েল রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষটি ভাড়া করেন। এদিকে মামনুল হক এক নারীকে নিয়ে রয়েল রিসোর্টে অবস্থান করছেন এমন খবর পেয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী সেখানে যায়। পরে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখে তারা। তাকে লাঞ্চিত করারও অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যার পর রিসোর্টের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হেফাজতের কয়েকশ’ কর্মী-সমর্থক। তারা পুলিশের হেফাজত থেকে মাওলানা মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :