NarayanganjToday

শিরোনাম

লঞ্চডুবির ঘটনায় টিটুর শোক প্রকাশ


লঞ্চডুবির ঘটনায় টিটুর শোক প্রকাশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। 

সোমবার (৫ এপ্রিল) রাতে মুঠোফোনে তিনি এ গভীর শোক প্রকাশ করেন।এ সময় তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিহত পরিবারদের যেন সর্ব্বাত্বক সহযোগিতা পায় এ কামনা করেন। 

শোকবার্তায় তানভীর আহম্মেদ টিটু বলেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত ১৩ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে রোববার আবার শীতলক্ষ্যা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ২৭ জন মানুষের প্রাণহানী। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয়, এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

উপরে