NarayanganjToday

শিরোনাম

সত্য প্রকাশে বিবেকের দর্পন মিডিয়ার প্রতি শাহ নিজামের আহবান


সত্য প্রকাশে বিবেকের দর্পন মিডিয়ার প্রতি শাহ নিজামের আহবান

বসুন্ধরার প্রশ্নে ৭১ টিভির মিথিলা ফারজানা,নবনিতাসহ আরও অনেকে নিরব কেন? তাদের কথা শুনলে মনে হয় সরকারের মধ্যে দায়িত্ব বান আসলেই কোন লোক নাই। কিন্তু তাহারা এখন নিরব বসুন্ধরার প্রশ্নে??

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা প্রকাশ করেন।তিনি বলেন,মনে হচ্ছে এমন কোন ঘটনাই ঘটেনি বাংলাদেশে। বিবেকের দর্পন এর উপর কালো কাপড় পড়েছে। এটা সরবে কে সেটাই দেখতে বসে আছি আমরা।

ফেসবুক থেকে নেওয়া শাহ নিজামের স্ট্যাটাসটি নারায়ণগঞ্জ টুডে পাঠকের জন্য তুলে ধরা হলো:

‘একটা জিনিস বুঝলাম না ৭১, ৭২,৭৩,৭৪,৭৫ টিভিতে মিথিলা ফারজানা, নবনিতা সহ আরো অনেকে কতো কতো বুদ্ধিজীবি, সাংবাদিক কলামিস্ট নিয়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে মধ্যরাত পর্যন্ত কতো আলাপ করেন। এটা কেনো হলোনা, এটা কেনো হলো, সরকারের এ মন্ত্রী এটা কেনো বললো সচিব কেনো এটা বললো এমন কতো প্রশ্ন। তাদের কথা শুনলে মনে হয় সরকারের মধ্যে দায়িত্ব বান আসলেই কোন লোক নাই। কিন্তু তাহারা এখন নিরব বসুন্ধরার প্রশ্নে। মনে হচ্ছে এমন কোন ঘটনাই ঘটেনি বাংলাদেশে। বিবেকের দর্পন এর উপর কালো কাপড় পড়েছে। এটা সরাবে কে সেটাই দেখতে বসে আছি আমরা।

উপরে