NarayanganjToday

শিরোনাম

বিএনপিকে কড়া হুশিয়ারি দিলেন, ‘শাহ নিজাম’


বিএনপিকে কড়া হুশিয়ারি দিলেন, ‘শাহ নিজাম’

বিএনপিকে কড়া হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শাহ নিজাম তার নিজের ফেইসবুকে বিএনপিকে উদ্দেশ্য করে লিখেন, যদি ২০১৩ ও ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। তাহলে গত ১৪ বছরে যতোটা সুখে ও শান্তিতে ছিলেন তার দিগুণ মাশুল আপনাদের (বিএনপি) দিতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে লিখা শাহ নিজামের ফেইসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো :

বিএনপির কিছু লোক দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে, কয়েকটা জনসভা করে। এখনো কিন্তু বিএনপি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি যে, তারা ক্ষমতায় আসলে দেশ চালাবে কে? খালেদা জিয়া নাকি তারেক জিয়া? খালেদা জিয়া মানষিক ও শারীরিক ভাবে অক্ষম। আর তারেক জিয়া দূর্নীতির দায়ে দেশান্তরে। ভাই এমন জনসভা শুধু নারায়ণগঞ্জের প্রত্যেকটা সংগঠন সপÍাহে ৭ দিন করতে পারে। আপনাদের জনসভা হয়তো জামাতের লোকজন দিয়ে, সাধারণ মানুষের অংশগ্রহন হয়না। কারণ সাধারণ মানুষ খুব আলো আছে ও জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য ত্মনয়া জননেত্রী শেষ হাসিনার প্রতি বিশ্বাস ও আস্থা আছে। তবে একটা কথা স্বরণ করিয়ে দেই। যদি মনে করেন ২০১৩/২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস কওে মানুষ  পুড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন তাহলে গত ১৪ বছওে যতোটা সুখে ও শান্তিতে ছিলেন, তার দিগুণ মাশুল আপনাদের দিতে হবে। আমরা মুজিব সৈনিক। জননেত্রী শেখ হাসিনার সৈনিক ও শামীম ওসমানের সৈনিকেরা প্রস্তুত যে কোন পরিবেশ মোকাবেলা করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

উপরে