NarayanganjToday

শিরোনাম

ভয়াল ২১ আগস্টেও নিশ্চুপ আইভী-শামীম পন্থী!


ভয়াল ২১ আগস্টেও নিশ্চুপ আইভী-শামীম পন্থী!

ভয়াবহ একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় নারায়ণগঞ্জে কোনো ধরণের কর্মসূচি পালন করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠন। ফলে ভয়াল এই দিনটি নীরবেই কেটেছে এখানে।

সূত্র বলছে, নারায়ণগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত দীর্ঘদিন। যার একটির নেতৃত্বে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং অপরটির নেতৃত্বে প্রভাবশালী সাংসদ শামীম ওসমান।

তবে, ভয়ার্ত সেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জে এদিন কোনো ধরণের কর্মসূচি পালন করেনি আইভী কিংবা শামীম পন্থী কোনো নেতাকর্মীরা। এমনকি ছোট্ট পরিসরেও এই দিনটিতে কোনো রকম মিলাদ, মাহফিল ও দোয়ার আয়োজন ছিলো না নিহতদের স্মরণে।

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে এর আগের দিন ২০ আগস্ট স্বল্প পরিসরে অল্প কিছু লোকের উপস্থিতিতে সকালে জেলা আওয়ামী লীগ এবং বিকেলে মহানগর আওয়ামী লীগ অনেকটা দায়সারা ভাবে কর্মসূচি পালন করে।

অপরদিকে আইভী কিংবা শামীম ওসমানের নেতৃত্বে পৃথক ভাবে এদিনটি ব্যাপক ভাবে পালন করা হবে, এমন ধারণা ছিলো অনেকের মাঝেই। শেষতক তাঁদের দু’জনের একজনও এই দিনটিকে স্মরণ করে কোনো রকম কর্মসূচির আয়োজন না করায় তৃণমূলের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

২০ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে