NarayanganjToday

শিরোনাম

মার্কা নয়, সেলিম ওসমানের জন্য ‘ফ্যাক্টর’ আইভী!


মার্কা নয়, সেলিম ওসমানের জন্য ‘ফ্যাক্টর’ আইভী!

আর কিছুদিন পরই তফসিল ঘোষণা। এরপরই একাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ তথা ক্ষমতাসীনরা বেশ তৎপর। নির্বাচনী বৈতরণী পার হতে দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্ক অনেকেই ঝালিয়ে নিতে শুরু করেছে। এমন দৃশ্য নারায়ণগঞ্জেও দেখা যাচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসন। বিশেষ করে সেলিম ওসমানকে ঘিরেই এই আলোচনা। একদল চাচ্ছে আগামী নির্বাচনে সেলিম ওসমানকে ঠেকাতে তো অন্য আরেকদল চাচ্ছে সেলিম ওসমানকেই পুনরায় সংসদ সদস্য বানাতে।

তবে, সেলিম ওসমান ঘোষণা না দিলেও তিনি যে এবারের নির্বাচনে প্রার্থী হবেন সে এখন স্পষ্ট। কিন্তু এই নির্বাচনে ভোটের মাঠের বৈতরণী পার হতে হলে তাঁকে কঠিন পথ পারি দিতে হবে। আদায় করতে হবে মেয়র আইভীর সমর্থন। আর এ কারণেই সাংসদ সেলিম ওসমান মেয়রের সাথে দূরত্ব ঘুচিয়ে এক সাথে বসতে মুখিয়ে আছেন।

সূত্র বলছে, নির্বাচনে সেলিম ওসমানের বিরোধীতা যে পক্ষটি করছেন সে পক্ষটি ঘুরে ফিরে মেয়র আইভী সমর্থিত নেতাকর্মীই। এছাড়াও এই আসনে ব্যক্তি আইভীর একটা প্রভাব রয়েছে। ফলে নির্বাচনী বৈতরণী পার হতে হলে মেয়র আইভীকে সেলিম ওসমানের প্রয়োজন।

এমন প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেই তিনি বিভিন্ন সভা সমাবেশে আইভীর সাথে তাঁকে বসিয়ে দেয়ার জন্য ইংগীত করে বক্তব্যও রাখছেন। এরমধ্যে একবার তিনি মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এমন অনুরোধ জানাচ্ছেন তো আরেকবার শিক্ষার্থীদের মধ্যে এই অনুরোধ তুলে ধরছেন। একই সাথে তিনি এটিও তুলে ধরছেন যে, তিনি আর আইভী যদি এক হয়ে একটেবিলে বসতে পারেন তবে, নারায়ণগঞ্জ শহরে কোনো সমস্যা আর থাকবে না।

তবে, সেলিম ওসমান আইভীকে তাঁর পাশে উন্নয়ণের জন্য দরকার, এমনটা তুলে ধরলেও এর অন্তরালে সেলিম ওসমানেরই স্বার্থ নিহিত। অর্থাৎ নির্বাচনের জন্য আইভীর সমর্থন অত্যাবশ্যক। আইভীর সমর্থন ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়, তেমনটি তিনি নিজেও বুঝতে পারছেন বলে মনে করেন অনেকেই।

এদিকে একটি সূত্র বলছে, এবারের নির্বাচনে সেলিম ওসমানকে ঠেকাতে নৌকার প্রার্থীর পক্ষে একজোট হয়েছে বেশ কিছু মানুষ। তাঁরা ইতোমধ্যে নিজেদেরকে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠেও নেমেছেন। তাঁরা এই আসনে যে কোনো মূল্যে লাঙ্গল তথা সেলিম ওসমানকে ঠেকাতে তৎপর। তাঁদের ভাবনা নৌকার প্রার্থী পেলেই লাঙ্গল ঠেকানো সম্ভব হয়ে ওঠবে আর লাঙ্গল ঠেঁকাতে পারা মানেই সেলিম ওসমানকে ঠেকানো।

তবে, এমন বিষয়টি আচ করতে পেরে সেলিম ওসমানও প্রস্তুতি নিচ্ছেন ভিন্ন ভাবে। তাঁর একমাত্র চেষ্টা মনোনয়ন। সেক্ষেত্রে মার্কাটা মূল নয়। মনোনয়ন পেলে তথা মহাজোট থেকে যদি তিনি মনোনয়ন বাগিয়ে আনতে পারেন সেক্ষেত্রে লাঙ্গল না নৌকা সেটি গুরুত্ব বহন করবে না। এরপরও কিন্তু থেকে যায় ভোটের মাঠের হিসেব। এই অংক মেলাতে হলে মার্কা ফ্যাক্টর না হলেও ফ্যাক্টর হবে মেয়র আইভী। ফলে নির্বাচনী বৈতরণী পেরুতে হলে সেলিম ওসমানের জন্য আইভীই ফ্যাক্টর।

৩০ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে