NarayanganjToday

শিরোনাম

আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত


আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
বন্দর সিরাজদৌল্লাহ্ ক্লাব ও মদনগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যকার এ সেমিফাইনাল খেলাটি পুরো টানটান উত্তেজনায় মধ্যদিয়ে শেষ হয়। খেলার প্রথম অর্ধে দু’দলেরই বেশ কয়েকটি গোল দেয়ার সুযোগ থাকলেও তারা তা দিতে ব্যর্থ হন। ফলে প্রথম অর্ধ গোল শুন্য ভাবে কেটে যায়।
দ্বিতীয় অর্ধে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মাঠে নামেন। ফলে খেলার শুরুতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শক গ্যালারিতে। চলে দু’দলের আক্রমণের উপর আক্রমণ। কিন্তু এবারও তারা ব্যর্থ হন। ফলে খেলা গড়ায় ট্রাই ব্রেকারে। ট্রাই বেকারে মদনগঞ্জ ফুটবল একাডেমীকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে উর্ত্তীণ হয় সিরাজদৌল্লাহ্ ক্লাব।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি (শনিবার) আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। এছাড়াও এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহমেদ টিটু ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ আরও অনেকে। ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমানের আয়োজিত এ টুর্নামেন্টে ১৩টি দলের অংশগ্রহন করে।

 

উপরে