NarayanganjToday

শিরোনাম

আশরাফুলের ব্যর্থতায় পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার জয়


আশরাফুলের ব্যর্থতায় পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার জয়

সোনারগাঁ উপজেলায় মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটর বনাম পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার মধ্যকার ম্যাচে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যর্থতায় হেরে গেছে সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটর।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে মুজিববর্ষ গোল্ডকাপ টুর্নামেন্টের খেলায় সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটর বনাম পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার খেলায় সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ২রানে প্যাভিলিয়নে ফিরে গেলে অন্যান্য খেলোয়াড়রা তেমন কোন বড় সংগ্রহ করতে পারেননি। ফলে পিরোজপুর পাইরেটস্ অব মেঘনা ৫৪ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। 

তারকা খেলোয়ার সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটরের হয়ে মাঠে নামায় পুরো উপজেলা তথা সারা জেলার দর্শকদের একটি বাড়তে প্রত্যাশা কাজ করেছিল। কিন্তু ওপেনিংয়ে নেমে তার ২রানে ফিরে যাওয়া সেই প্রত্যাশা গুড়েবালিতে পরিনত হয়।

ম্যাচসেরা হয়েছেন পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার হৃদয়। খেলা শেষে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটর বনাম পিরোজপুর পাইরেটস্ অব মেঘনার খেলার ম্যাচ সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইলিয়াস সানি ও রনি তালুকদার ও রয়েছেন। মোহাম্মদ আশরাফুল খেলছেন সোনারগাঁও পৌরসভার হয়ে। 

খেলাটি মাঠে বসে খেলা উপভোগ করছেন সোনারগাঁ উপজেলা নির্বহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আবু নাইম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

উপরে