NarayanganjToday

শিরোনাম

মাস্টার্স ক্রিকেটের ২য় আসরে চ্যাম্পিয়ন সেঞ্চুরি সোল


মাস্টার্স ক্রিকেটের ২য় আসরে চ্যাম্পিয়ন সেঞ্চুরি সোল

নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে সেঞ্চুরি সোল। শনিবার (৩ এপ্রিল) ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে প্রাইম জিন্স ব্লাস্টারকে ৬৪ রানে হারায় সেঞ্চুরি সোল।

ফাইনালে প্রথমে ব্যাট করে প্রাইম জিন্স ব্লাস্টারকে ২০ ওভারে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয় সেঞ্চুরি সোল। সেঞ্চুরি সোলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে প্রাইম জিন্স ব্লাস্টার।

ম্যান অব দা ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন সেঞ্চুরি সোল’র অধিনায়ক পাপ্পু এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন হাসান।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

উপরে