NarayanganjToday

শিরোনাম

ভুল থেকে আমরা শিক্ষা নিবো: টিটু


ভুল থেকে আমরা শিক্ষা নিবো: টিটু

বাংলাদেশ হারলে ১৬ কোটি মানুষের মতো আমাদেরও মন খারাপ হয় বলে দুঃখ প্রকাশ  করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাই এয়ারপোর্টে পৌছালে অলরাউন্ডারের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দুঃখ প্রকাশ  করেন। এ সময় তার সাথে দেখা গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে।

তিনি বলেন, বাংলাদেশ হারলে যে কষ্টটা পাই সব সময় সেই কষ্টটা পেয়েছি। এখন আমি বোর্ডের একজন সদস্য, বাংলাদেশ দলের নেগেটিভ পজেটিভ যাই হোক সেটাই এখন আমাদের উপর পড়বে। ভুল থেকে আমরা ছোট ছোট শিক্ষা নিবো। হেরে গেলে আমাদের শেষ না সেটাই হচ্ছে আমাদের কথা।

টিটু আরও বলেন, আমরা টি-টুয়ান্টিতে অন্যান্য দলের থেকে পিছিয়ে আছি। তবে ওয়ান্ডেতে আমরা অনেকটা এগিয়েছি।টি-টোয়েন্টিতে আমাদের অনেক কাজ বাকি।আমাদের দলের আরও বেশি উন্নত করা প্রয়োজন। আমরা যদি তাদের ভালো মুটিবেশন দেই আশা করা যাচ্ছে আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবো।

উপরে