প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
তল্লা সুপার সিক্সেস লীগ ৩য় আসরের চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং মাস্টেং। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) হাজীগঞ্জ কিল্লার মাঠে অনুষ্ঠিত ফাইনালে সুপারীবাগ ডাইনামাইটসকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়াং মাস্টেং।
ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সুপারীবাগ ডাইনামাইটস । প্রথমে ব্যাট করে ৬ ওভারে ১১৬ রান সংগ্রহ করে সুপারীবাগ ডাইনামাইটস । ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তানভীর ও রনির দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় ইয়াং মাস্টেং।
দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যে ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন ইয়াং মাস্টেংয়ের মো. রনি।
এছাড়াও এবারের আসরে বিবিএস (বিসমিল্লাহ বয়লার হাউজ) স্টার অফ দা টুর্নামেন্ট এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ইয়াং মাস্টেংয়ের তানভীর ইসলাম (৩৫৮ রান এবং ৭ উইকেট) এবং এনএস (নূর অনলাইন সার্ভিস) সেরা বোলার হিসেবে নির্বাচিত হন সুপারীবাগ ডাইনামাইটসের সাগর (তুলা) (১০ উইকেট), সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন উদয় সংঘের আফ্রিদি (৫ উইকেট) ।
আপনার মতামত লিখুন :