NarayanganjToday

শিরোনাম

বন্দরে নন্দিত ক্রিকেটার আশরাফুল


বন্দরে নন্দিত ক্রিকেটার আশরাফুল

নারায়ণগঞ্জের বন্দরে এসেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 

বুধববার (২০ জুন) দুপুরে বন্দরের কদম রসুল খেলার মাঠে এসে ‘বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করেছেন তিনি।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত প্রতি মাসে এমন একটি করে টুর্নামেন্টের আয়োজন করলে যুবসমাজ যেমন একদিকে মাদক থেকে দূরে থাকবে, তেমনি এসব টুর্নমেন্টে অংশ নেয়া ছোট ছোট খেলোয়াড়রা একদিন জাতীয় দলের হয়ে খেলবে এবং দেশের মুখ উজ্জল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন ও নাসিক কাউন্সিলর সাইফুদ্দি আহাম্মেদ দুলাল প্রধান।

কদম রসুল সুপার কিংস বনাম সীমা একাডেমির মধ্যে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।  
২০ জুন,২০১৮/এমএ/এনটি
 

উপরে